মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল
এ পার্থিব ফুলের চেয়ে
ছলচাতুরীর ফাঁদে পরে
কেন করবা ভুল ?
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
তবে কেন নিবা
অন্যর হাতের ফুল ?
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
ধর্মে-কর্মে পড়ালেখায়
মনোযোগী হও
আবেদন আকুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
তুমিইতো রক্ষা করবে
মান-সম্মান,জাতি,কুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
জেনে রাখ বিয়ের আগে
প্রেম – ভালোবাসা
সকল নষ্টের মূল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
যত পারো ভালোবাসিও
বিয়ের পর স্বামীকে করে কবুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
বিয়ের পর ভালোবেসে স্বামীই দিবে
তোমার চুলের খোপায় ফুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
তোমার সততা দেখে
কত লোক মুগ্ধ হবে
কত যুবক তোমাকে পাবার জন্য
হবে ব্যাকুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
অভিভাবক এবং শিক্ষকদের উপদেশ
হৃদয়ে থাকে যেন বদ্ধমূল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
উপদেশের বাহিরে
পা দিওনা একচুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
নইলে জীবনের হবে সর্বনাশ
ধ্বংস হবে সমূল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
পবিত্র মানসিকতায় বড় হও
ম্লান হোউক তোমার কাছে
পৃথিবীর যত ফুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল,
যৌবনের পর্দার আড়ালে
এর অনেকটাই ভুল।
মেয়ে তুমিইতো সৃষ্টির ফুল।