যুগে যুগে চিৎকার করে
আমি খুবই ক্লান্ত
তোমার খেয়ালী মন
আর অবহেলায়।
তোমার পথ চেয়ে দৃষ্টিহীন প্রায়।
সেই থেকে কতকাল
যেন মহাকাল অপেক্ষায়
নিস্তব্ধ স্তব্ধ পাথরের
স্তম্ভের ন্যায়।
সেই শৈশব থেকেই
একসাথে থাকতে চেয়েছি
দু পরিবারের তুমুল সংঘাত
দুজনের জীবন প্রবাহ
থামিয়ে বাঁকিয়ে দিয়েছে ।
আমি বাকরুদ্ধ আমি অসহায় !
নিষ্পাপ কত যে ছুঁয়েছি তোমায়
আমি বিমুর্ষ
সেই সব স্মৃতি
আজও আমাকে কাঁদায় ——