চঞ্চলা তরুণী চোখ জোড়া হরিণী
সহজ সরল তোমার মন ,
ভুলিতে পারি না কভু তোমায়
মনে পড়ে প্রতিক্ষণ।
আসিতে তুমি জলের ছলে
প্রতি সকাল সাঁঝে ,
এখনো তোমার পদধ্বনি
আমার কানে ঝুমুর হয়ে বাঁজে।
মাথায় ওড়না ওহে নীল নয়না
কাঁকে মাটির কলসি,
কথাগুলি কানে আজো আমার বাজে
স্মৃতিতে ভাসে মিটিমিটি হাসি।
কথাবার্তায় লাজুক লাজুক ভাব ,
চালচলনে সরল স্বভাব ।
চলন বলনে ভয় ভয় ভাব।
এখনও আমি বসে থাকি
তোমারি প্রতীক্ষায়,
তুমি কি আর আসবে প্রিয়া
জল কুড়াতে সেথায় ?