নিত্যপণ্যর দাম বেড়েছে
সল্প আয়ে খাবে কি ?
ব্যবসায়ীরা আখের গোছায়
সাধারণের হবে কি?
মাছে ভাতে বাঙালি
ডাল ভাতও জোটে না,
পান্তা ভাতে কাঁচা মরিচ
তাও কিনা যায় না।
সব কিছুরই দাম বেড়েছে
ক্রয় ক্ষমতার বাইরে যে,
ক্রয় করা যায় না কিছু
আকাশছোঁয়া মূল্য যে।
বাজারের ব্যাগ হাতে নিয়ে
সারা বাজার ঘোরে,
অবশেষে দাম দেখে
মাথায় হাত মারে।
বোয়াল মাছ কিনতে গিয়ে
চুনোপুঁটি কিনে,
বস্তা ভরা চাল ডাল কিনতে
গিয়ে দুরু দুরু বুক যে কাঁপে
ভয় লাগে তার মনে।
সব কিছুরই মূল্য বাড়ছে
কোন কিছুই কমেনা,
সরকার পক্ষ নির্দেশ দিলেও
ব্যবসায়ীরা দমে না।