মাসুম বিল্লাহ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে রাডার সাইন্স একাডেকমী স্কুল এন্ড কলেজ এর বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী এবং সুধী সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার বিকেলে বাসট্যান্ড অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাসানুর রহমান হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। এসিস্টেন্ট এ্যাডমিন রুমানা সরকার ও সহকারী শিক্ষক মেহেদি হাসান সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টরস কমপ্লেক্স এর সত্ত্বাধীকারী নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ আহম্মদ আব্দুল্লাহ জামী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, পৌর বিএনপির য্গ্মু সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকা, শেরপুর অনলাইন প্রেসক্লাব, সাপ্তাহিক তথ্যমালা, সাপ্তাহিক আজকের শেরপুর কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ২৬জন কৃতি শিক্ষার্থী, ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ১০৪জন শিক্ষার্থাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক শাফলা খাতুন, সোমা রানী কুন্ডু, মিতা প্রাং, নাসিম উদ্দীন, সৌরভ চাকী রুদ্র, আমিনা আক্তার, মুশারাত শারমিন মিলা, শামিম আল ফুয়াদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।