বাগেরহাট জেলা প্রতিনিধিঃ শামসুন্নাহার তাআলিম ও তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ শনিবার সকাল ১১ টায় দিন ব্যাপী পূর্ব টেংরাখালীতে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এদিন কুরআনের বিভিন্ন পারা থেকে প্রতিযোগিরা কুরআন থেকে তেলওয়াত করেন।
মুফতী সরদার ইমরান হুসাইন ও টেংরাখালী হোসাইনিয়া আলিম মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বে কুরআন প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসাবে ছিলেন সরুই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আশেকুর রহমান।
অনুষ্ঠিত প্রতিযোগিতায় সন্মানিত অতিথি হিসেবে ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,খুলনার বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হেকিম।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি শহিদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মাদ্রাসার সভাপতি আ.ব.ম শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,অনুষ্ঠান সমন্বয়কারী ও প্রতিষ্ঠান পরিচালক মোঃজাহিদুল ইসলাম,বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু,সাংবাদিক তুহিন খান,বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মইনুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান,আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান,খান মনিরুল ইসলাম,আতিয়ার রহমান,শেখ রুবেল সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন হাফিজি মাদ্রাসা প্রধান,মাদ্রাসার শিক্ষার্থী প্রমূখ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বার্ষিক ওয়াজ মাহফিল।