হেলাল হোসেন কবিরঃ এই প্রথম খুব জাঁকজমক ভাবে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা উপভোগ করলেন লালমনিরহাট পৌরসভার মানুষ।
বুধবার (২২ মার্চ) বিকাল ৩.৩০ ঘটিকায় লালমনিরহাটের হাইস্কুল ফুটবল খেলার মাঠে লালমনিরহাট পৌরসভার মেয়র এর সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন সবুজ সংঘের আয়োজনে“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগান নিয়ে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সামাজিক সংগঠন সবুজ সংঘের সভাপতি শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা।
পৃষ্ঠপোষক ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। আমন্ত্রিত অতিথি ছিলেন সবুজ সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ লুলু, সবুজ সংঘের সাবেক সভাপতি হারুন অর রশিদ বকুল, সবুজ সংঘের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন গ্লামার ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রি লিমিটেডের নর্থ জোনের ডিভিশনাল ম্যানেজার শ্রী দোদল কুমার ও লালমনিরহাট পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সাপটানা একাদ্বশ-২ গোলে চ্যাম্পিয়ন ও আদর্শ যুব সংঘ -০ গোলে রানার্স আপ হয়। পরে খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মূলবান পুরস্কার বিতরণ করা হয়।