মো: আরিফুল ইসলামঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় “হৃদয়ে ভোলা (মানব সেবায় আমরা)” সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৪ মার্চ) সকালে ভোলা জেলার বিভিন্ন এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোজাদার ব্যক্তির জন্য ইফতার সামগ্রী তুলে দিতে এগিয়ে এসেছে এ সামাজিক সংগঠনটি। এ লক্ষ্যে সংগঠনের কমিটির সদস্যরা সংগঠন অফিসে মিলিত হয়ে ইফতার সামগ্রী প্যাকেটের কাজ সমাপ্তি করেন। আর এ কাজেই আনন্দ খুজে নিয়েছে সংগঠনের সকল সদস্যরা। ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে খেজুর ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, ট্যাং ৬ প্যাকেট, সয়াবিন তৈল ১ লিটার, পেয়াজ ১ কেজি ইত্যাদি। এসময় সেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, চিকিৎসা সম্পাদক, অতিরিক্ত চিকিৎসা সম্পাদক, কোষাধ্যক্ষসহ কমিটির অন্যান্য সেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক নানা দুর্যোগে জেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। মানবসেবায় এ ধরণের কল্যাণকর কাজে আরও অংশগ্রহণ বাড়ানোর আশা সংগঠনের সদস্যদের। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার, পাঠাগারে বই বিতরণ, খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে ইতোমধ্যে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে হৃদয়ে ভোলা (মানব সেবায় আমরা) সংগঠনটি।
উল্লেখ্য যে,হৃদয়ে ভোলা (মানব সেবায় আমরা) একটি ফেসবুক গ্রুপ এবং সামাজিক সংগঠন। গ্রুপটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী এবং সমাজের বিভিন্ন শ্রেনীর ব্যক্তিদের নিয়ে গড়ে উঠেছে যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত। তারা বলেছেন, কর্মজীবন ও শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।