দৌলতখান প্রতিনিধিঃ ‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ভোলার দৌলতখানে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকালে জেলা অডিটোরিয়ামে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
প্রধান অতিথি বক্তব্যে এমপি মুকুল বলেন, সরকার জেলেদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জেলেদের প্রতি জাটকা না ধরার আহব্বান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, থানা তদন্ত ইনচার্জ সত্য রঞ্জন, ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন, চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, বোরহানউদ্দিন মৎস্য কর্মকর্তা মো. আলী আকন্দ, তজুমুদ্দিন মৎস্য কর্মকর্তা আমির হোসেন, লালমোহন মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় মাছ ইলিশের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।