বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেট প্রতিনিধিঃ তিনটি গ্রামের সাধারণ জনগণের যোগাযোগ ব্যবস্থার কষ্ট দূর করতে বিজিবি’র নিজস্ব অর্থায়নে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি নদীর পাশে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের তিনটি গ্রাম হলো হর্নি, ময়না ও কালিঞ্জি। সারী নদীর পাশ ঘেঁষে তিনটি গ্রামের যোগাযোগের একমাত্র রাস্তাটি মাটি দিয়ে তৈরি। রাস্তাটি লালাখাল বিওপি’র সামনে দিয়ে অতিক্রম করেছে। তিনটি গ্রামের রাস্তাটির মধ্যে সারি নদীর পাশ ঘেঁষে থাকা বড় একটি খাল অবস্থিত আছে। অনেকবছর থেকে তিনটি গ্রামবাসী মিলে খালের উপর বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করে আসছে। বিষয়টি লালাখাল বিওপি লক্ষ্য করে আসছে। তিনটি গ্রামের সাধারণ জনগণের যোগাযোগ ব্যবস্থার কষ্ট দেখে লালাখাল বিওপি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ বিজিবি’র অর্থায়নে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কমাণ্ডিং অফিসার (সিও) মো. আসাদুন্নবী ব্রিজ পরিদর্শন করে জানান, লালাখাল বিওপি’র মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনায় বিজিবি’র অর্থায়নে তিনটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সচল করতে ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এখন তিন গ্রামের সাধারণ জনগণ সহজেই পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতে পারেন।