এইচ এম শহীদ,পেকুয়া,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় ৮হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে মোজাম্মেল হক (৫৫) নামের এক ইয়াবা কারবারি। বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা গ্রামে র্যাব-১৫ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মোজাম্মেল হক ওই এলাকার মৃত,আবদুল জলিলের ছেলে।
র্যাব জানায়,মোজাম্মেল হক একজন ইয়াবা কারবারি।সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিকিকিনি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র্যাব বিলহাসুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করে। বৃহস্পতিবার দুপুরে আটক মোজাম্মেলকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন,মেজাম্মেল একজন বড় মাপের ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। তাছাড়া টেকনাফের কয়েকজন ব্যক্তিও মোজাম্মেলের বাড়িতে এসে ইয়াবা সরবরাহ দেয়। তার বাড়িতে দিনরাতে সমানতালে চলে ইয়াবা কারবার। জনশ্রুতি রয়েছে,থানা প্রশাসনকে ম্যানেজ করে সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাত হলে বসে তার বাড়িতে ইয়াবার আসর। স্থানীয়রা বলেন,মোজাম্মেল হকের পাশাপাশি এ ব্যবসায় তার দু’ছেলে নয়ন,রুবেল ও স্ত্রীও জড়িত। রুবেলের ঘরে বসে খুচরা কারবার ও সেবন। এদিকে মোজাম্মেল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।