তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুরে আনুষ্ঠানিক ভাবে ধানকাটা উৎসব উদ্বোধন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা
বুধবার(১২,এপ্রিল)সকাল ১১টায়, তাহিরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে,আনুষ্ঠানিকভাবে শনির হাওরের কৃষক জসিম উদ্দিনের ( ৬০শতক) জমিতে ধান কেটে উদ্বোধন করা হয়।
ধান কাটা উদ্বোধনে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা বলেন, জমির পাকা ধান দ্রুত কাঁটার জন্য,কৃষকদের উৎসাহ প্রদানের জন্য আনুষ্ঠানিক ভাবে ধান কর্তন উৎসব পালন করা হয়েছে। শ্রমিক এবং মেশিনের মাধ্যমে এ ধান কাটা হয় । তিনি আরও বলেন এবার ভাল ফলন হয়েছে,আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে, লক্ষ্য মাত্র ছাড়িয়ে যাবে।