মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ সিলেট সিটি কর্পোরেশনে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৬ মে শনিবার সিলেট জেলার সিলেট সিটি কর্পোরেশনের তারাপুর চা-বাগান মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে হাজী পাড়া উপানুষ্ঠানিক বিদ্যানিকেতন (১১-০৫) পয়েন্টে বন কলা উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে পীরমহল্লা (১৬-০৭) পয়েন্টে সুবিদবাজার উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাগীব রাবেয়া বিদ্যানিকেতন মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে হাওলাদার পাড়া উপানুষ্ঠানিক বিদ্যানিকেতন (২-১) গোলে রাগীব রাবেয়া বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে জালালিয়া উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে (৩-২) গোলে নতুন বাজার উপানুষ্ঠানিক বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কদমতলী ফেরীঘাট মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিকেট প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ভার্থ খলা কমিনিউটি টিম ৫ রানে কদমতলী কমিনিউটিকে টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে দরিয়াপীর ফেরীঘাট টিম ২ উইকেটে ভার্থখলা কমিনিউটি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্সআপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনের সভাপতিত্বে ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান ইলিয়াছ। সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনূষ্ঠানে পলাশী মজুমদার ও মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ইউনিসেফের সচেতনতামূলক সেশন পরিচালনা করেন।