মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার অভিযোগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। নিষেধাজ্ঞার অংশ হিসেবে শনিবার (৬ মে) সকাল থেকে সুন্দরবন পর্যটনকেন্দ্রের কলাগাছি ও দোবেকিতে পর্যটকবাহী ট্রলার ও নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।মূলত সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্য সুন্দরবন সংলগ্ন নদীতে ব্যবহার বন্ধে এ উদ্যোগ নিয়েছে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসলিএফ) ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গতকাল (শুক্রবার) তিনি কলাগাছি পর্যটনকেন্দ্রে গিয়েছিলেন। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখতে পান। এমনকি নদীতেও ভাসমান প্লাস্টিক সামগ্রী দেখা গেছে। তাই সুন্দরবনে পর্যটক ভ্রমণে ও ট্রলার চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ট্রলার মালিকরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।