সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস (৮মে) পালিত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগে রবিবার (৮ মে) সকাল ৯ টায় শহরের ঘোষপাড়াস্থ রেডক্রিসেন্ট অফিসে পতাকা উত্তোলন করে অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে অফিস সভাকক্ষে আলোচনাসভা,কেক কাটা এবং ক্রেস্ট প্রদান করেন।
রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর (১৯৫তম) জন্মদিন। অর্থাৎ ১৮২৮ সালের এই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসাবে সারা বিশ্ব যথাযথ মর্যাদায় পালন করে থাকে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান,, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ও কলেজ শাখার রেডক্রিসেন্টের উপদেষ্টা জনাব মোঃ নুরুল আমিন খান, রেডক্রিসেন্ট ডেলিগেট অলক সরকার, সাবেক রেডক্রিসেন্ট যুব প্রধান ইউসুফ আলমগীর, যুব প্রধান সৌরভ ঘোষ প্রমূখ।