মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে মোঃ শেখ ফরিদ(২৩) নামে এক যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়,চট্টগ্রাম জেলার জোড়ালগঞ্জ থানার ইছাখালি ইউনিয়নের মোঃ মোসাঃ মাসুদা আক্তার (৩০) নামে এক ব্যক্তি ১৭ এপ্রিল জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ১২ জনের পরিচয় সহ অজ্ঞাত নামা আরো ১৪-১৫ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলার প্রেক্ষিতে
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়ন ও চৌকস নেতৃত্বে ৯ মে মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ ছলিমুর রহমান ও উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শেখ ফরিদ কে আটক করা করে।
আটককৃত শেখ ফরিদ কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মোঃ সিরাজের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করে ১০ মে বুধবার সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।