মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও ফার্নিচারের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় বিশ লাখ টাকার বেশি ফার্নিচার পুড়ে গেছে বলে দাবি দোকান মালিকদের। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ঈদগাঁও বাঁশঘাটা এলাকায় আবুতাহের ও দুলাল,রবিউল ইয়ার খানসহ আরো কয়েকজনের ফার্নিচারের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন বড়ুয়া ঘটনাটি নিশ্চিত করেন।দোকানের মালিক ইয়ার খান জানান, বিদ্যুৎ এর সার্কিট থেকে সর্ট লেগে এই আগুন সূত্র পাত। এলাকাবাসী সহযোগিতায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সমস্ত ফার্নিচারসহ কাঠ ও মালামাল পুড়ে যায়। ঈদগাঁওতে ফায়ারসার্ভিস স্টশন থাকলে এত বড় ক্ষতিটি হতোনা। প্রায় ২০লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে ৷ আমি নিঃস্ব হয়ে গেছি।’সুমন বড়ুয়া জানান, ‘ফার্নিচার দোকানে আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দোকানে থাকা ফার্নিচার ও কাঠসহ মালামাল পুড়ে যায়। দ্রত সময়ে দ্রুত সময় ফায়ারসার্ভিস স্থাপনের দাবি জানান এলাকাবাসী।
সর্ম্পকিত খবর সমূহ.
September 28, 2024