বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার ভাটির জনপদ হিসাবে পরিচিত দরবস্ত ইউনিয়নের খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৬ মে মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অনুষ্ঠান পরিচালনা করেন খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জালাল উদ্দীন ।
সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, আগামী’র আলোকিত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের উপর গুরুত্ব দিতে হবে । একটি মেধাবী জাতি গঠন ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানে প্রকৃত শিক্ষার অর্জনের কোন বিকল্প নেই। প্রকৃত শিক্ষার জ্ঞান লাভ করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে. লেখাপড়ার বিষয়ে শিক্ষাক, অভিভাবক সহ সবাই-কে এগিয়ে আসা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক গোলাম দস্তগীর, সহকারী শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আক্তার হোসাইন, বাবুল আহমদ,নূর উদ্দিন রোকেয়া বেগম।
পরে তিনি স্কুলের ক্লাস পরিদর্শন করেন।