উজ্জ্বল কুমার দাস,কচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে শিশু বান্ধব বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক সংলাপ অননুষ্ঠিত হয়েছে।
১৭ মে (বুধবার)বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সহযোগিতায় শিশু বান্ধব বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক সংলাপ ২০২৩ অনুষ্ঠিত হয়।
এদিন গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পারিষদ বর্গের অংশ গ্রহণে অনুষ্ঠিত বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় উপস্থিত শিশু ফোরামের নেতৃবৃন্দ বাজেট বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক সংলাপে অংশ নিয়ে নারী ও শিশুদের জন্য বাজেট বৃদ্ধি সংক্রান্ত তাদের আগামী বছরের বাজেট প্রস্তাব লিখিত আকারে প্যানেল চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
বাজেট সংক্রান্ত অনুষ্ঠানে গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মুনসুর আলী,ইউপি সচিব রিপন কুমার পাল,এপির প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী,এপির S&CPO অফিসার পলাশ রঞ্জন সরকার সহ জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।