পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে আছি এই আমি।
গোধূলি আসার পালা,,,
হৃদে এক রত্তি লুকিয়ে থাকা অনুভূতির ছোঁয়ায়
নেই কিছু ভাবনার স্মারক,
নেই কোন অভিলাষ
হাসির ঢেউ খেলানো মাঠে শুধু তুমি
কি জানি কি হয়?
তোমাকেই পাশে যেন পাই।
গোধূলির শেষে সূর্য ডোবার সীমিত সীমাবদ্ধতায়
আমি শুধু তোমায় খুঁজি,
চোখের ভাষা ও যেন বলে দেয়
আমি ছাড়া কেউ বোঝেনা তোমায়।
তোমার আলাভোলা চোখে আমি যে হারায়।
তুমি সত্যি সত্যি কি আমায় দেখেছো কখনো?
দেখছো কখনো আমার হাসির ঢেউ খেলানো মাঠ?
তোমার সরলতম হৃদে মমিন কতটা শুধু মোর হৃদ বোঝে।
তাই মোর আত্মা তোমায় শুধু খোঁজে।
আমি দেখেছি তোমায় ঘুমন্ত অবস্থায়
দেখেছি মুক্ত হাসির মানচিত্র
সাহসা হৃদের বৃত্ত।
চেতনায় স্বচ্ছ কাঁচের মতন চলতে শিখেছি
বিরোঙ্গনায় _লোলিতা,
আমায় কেন ডাকতে মৌমিতা?
বলতে পার?