মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট বিয়ানীবাজার উপজেলা পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪ মে (বুধবার) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ওসমানী খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগের ফাইনালে বিয়ানীবাজার পৌরসভা একাডেমি (২-১) গোলে জলঢুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগের কসবা বালিকা ফুটবল টিম (১-০) গোলে নিদনপুর বালিকা ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে পি.এ.জি মাঠে ক্রিকেট প্রতিযোগিতায় বালক বিভাগের বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট দল ১০ রানে বিয়ানীবাজার পৌরসভা ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে বিয়ানীবাজার ক্রীড়া সংস্থা বালিকা ক্রিকেট দল ৮ রানে বিয়ানীবাজার বালিকা ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে রানাপিং খেলার মাঠে কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে নিদনপুর সুপতলা একাডেমি (২২-১৮) পয়েন্টে খাসারী পাড়া টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে নিদনপুর সুপতলা বালিকা দল (২১-১৫) পয়েন্টে ফতেপুর বালিকা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে কসবা ব্যাডমিন্টন কোর্টে ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় বালক বিভাগের কসবা টিম (২১-১২,২১-১৫) পয়েন্টে ২-০ সেটে বিয়ানীবাজার টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে প্রাতন আব্দুল্লাহপুর বালিকা দল (২১-১২,১৫-২১,২১-১৮) পয়েন্টে ২-১ সেটে কসবা বালিকা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে চারখাই খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতায় বালক বিভাগের মাথিউরা একাডেমি দল (২৫-১৮,১৫-২৫,২৫-১২) পয়েন্টে ২-১ সেটে দক্ষিণ মুড়িয়া একাডেমি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে নিদনপুর সুপতলা বালিকা দল (২৫-১২,২৫-১৫) পয়েন্টে ২-০ সেটে কসবা একাদশ বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী আফিসার আফসানা তাসলিম এর সভাপতিত্বে শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়নীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভা মেয়র ফারুকুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দেব, উপজেলা যুব উন্নয়ন অফিসার সামছুল হক জোয়ার্দার, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ খসরু ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ম্যানেজার মাহফুজ আহমদ। এছাড়াও সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পলাশী মজুমদার ও মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ইউনিসেফের বিভিন্ন সচেতনতামূলক সেশন পরিচালনা করেন।