মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ “বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) ও জাতীয় জুনিয়র সাঁতার (অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতা-২০২৩” সিলেট বিভাগীয় দল গঠন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ মে (শুক্রবার) ব্রিটানিয়া সুইমিং পুল, সিলেটে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় দল গঠন ও প্রশিক্ষণের জন্য আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপেক্স অ্যাথলেটিক্সে ৩০ জন বালক/বালিকা ও ব্রিটানিয়া সুইমিং পুল, সিলেট সাঁতারে ৩০ জন বালক/বালিকা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজা ও হবিগঞ্জ জেলা থেকে অংশগ্রহণ করে।
সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেনের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিপাল কুমার সিংহ ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।