নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় উপজেলা পর্যায়ে দুইদিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জুন) সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রোজিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী, মাধনগর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, ব্রক্ষ্মপুর ইউপি চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, খাজুরা ইউপি চেয়ারমান সোহরাব হোসেন, মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন দেওয়ান, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা পরিষদের সাবেক সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাহারুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টুর্নামেন্টের প্রথম দিনে ব্রক্ষ্মপুর বনাম খাজুরা, মাধনগর বনাম বিপ্রবেলঘড়িয়া এবং নলডাঙ্গা পৌরসভা বনাম পিপরুল ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। রোববার (১১ জুন) সকাল ৯টায় সেমিফাইনাল ও বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রোজিনা আক্তার বলেন, লেখাপড়ার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক প্রতিযোগিতার মাধ্যমে সহিঞ্চুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।