স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট২০২২-২৩ খুলনাজেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ ১০ জুন শনিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামেঅনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বাজুয়া সুরেন্দ্র নাথ ডিগ্রি কলেজ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ডকলেজ খুলনাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।খুলনা জেলার ১৬ টি কলেজের ফুটবল দলকে পিছনে ফেলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট ২০২২-২৩ সিজন চ্যাম্পিয়ান এর গৌরব অর্জন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকশিক্ষাওআইসিটি মুকুল কুমার মৈত্র। এসময় তিনিবলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্ণামেন্ট দেশের ফুটবল বিকাশে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে।এই ফুটবলের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবে।সুস্হ দেহ মানেই সুস্হ মন।খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে এবং তরুণ-যুবকদের মাদক থেকে দুরে রাখে। বিশেষ অতিথি খুলনাজেলা ফুটবল এসোশিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম,বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়,বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়,সাবেক অধ্যাপক সুবিররায়,অধ্যাপক তুষারকান্তিপাল,অধ্যাপক প্রনবেন্দু রায়।অনিমেশ মন্ডল, নিত্যানন্দ মন্ডল,তাপস রায়,হেমন্ত বৈদ্য নিরাপদ রায়,শাহিনা বেগম,শেখর রায় প্রমুখ।