এস এম সোহেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ মহান জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন কতৃর্ক ঘোুিষত অংশ হিসেবে গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা বাস, মিনি বাস , কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ ৪ টি শ্রমিক ইউনিয়ন সংগঠনের উদ্যাগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও পৃথক পৃথক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। এ সময় জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো.আব্দুল করিম, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান, জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আশরাফুল আলম বাদশা, সাধারন সম্পাদক মোঃ জামিনুর রহমান জামিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক আব্দুল মালেক শাহিন, পলাশবাড়ী বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুস সোবান , সাধারন সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব , মো.রুহুল আমিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানব বন্ধন চলাকালে বক্তারা বলেন – অবিলম্বে অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহার করে শ্রমিকদের ন্যার্য্য দাবি পূরনের জন্য সরকারের কাছে বাস্তবায়নের অনুরোধ জানান। অন্যথায় দাবি পূরন না হলে সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।