মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন বিভিন্ন বাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় ভাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন।
১২ জুন রোজ সোমবার কাশিমপুরের সুরাবাড়ী, রাইসমিল, বাগবাড়ীতে সারাদিন ব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল সুবিধা গ্রহণ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগকারীর আনুমানিক ১০০০ ফিট বিভিন্ন সাইজের লোহার পাইপ উদ্ধার করে। এসময় রাইজার ও চুলাসহ গ্যাস সংযোগে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগের দায়ে চার ব্যক্তিকে নগদ এক লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট পরিচালনা কালীন উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজারসহ সাভার জোনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এক প্রশ্নের জবাবে ডেপুটি ম্যানেজার অজিত চন্দ্র দেব বলেন, এনিয়ে অত্র এলাকায় আমরা একাধিক বার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।