মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়। ১৪ জুন বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে সংস্থার সুফল প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি রহিমাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো: আব্দুল হাই আরিফ, ফিন্যান্স অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো: সাদেকুল ইসলাম, মো: ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এ সময় রহিমানপুর ইউনিয়নে ৩শ উপকারভোগী পরিবারের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্র্মকান্ডের জন্য নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উল্লেখিত ৩শ উপকারভোগীর মাঝে জনপ্রতি সাড়ে ৮ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুফল প্রকল্পের মাধ্যমে রহিমানপুর ইুনিয়নের ৩শ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠান জন্য ২৪ মাস মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করছে।