মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ এবারের পবিত্র ঈদুল আযহার কুরবানির পশুর হাট কাঁপাতে প্রস্তুুত সাতক্ষীরার সম্রাট। যাঁর ওজন ১৪শত কেজি।আর উচ্চতায় ৮ ফুট।দৈর্ঘ্য ১০ফুটের বেশি। গরুটি লালন পালন করে বড় করেছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের কৃষক শেখ আব্দুল আলিম। সন্তান স্নেহে অর্জিনাল ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি ৪ বছর পালন শেষে এবারের ঈদুল আযহায় তা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশাল হাতি আকৃতির এ গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লক্ষ টাকা।
স্থানীয় গ্রামবাসী সহ কৃষক আঃ আলিম জানিয়েছেন,জাত নির্ণয় করে গরুর বাছুর ক্রয় করে তা লালন পালন শুরু করেন। কিছুদিন যেতেই গরুটির খাওয়ার চাহিদা দেখে বুঝতে পারেন যে আকৃতি অনেক বড় হবে। তাই প্রাকৃতিক খাবার খাওয়াতে থাকেন,খাবারের তালিকায়,খুদ,ভুষি,ভুট্টা, খেশারী,খৈল, কালোজিরা সহ ঘাস খাওয়ান।২ বছর পর হওয়ার পর থেকে গরুর খাবারের পরিমান বৃদ্ধি পায়।যা গড় প্রতিদিন ১ হাজার থেকে ১২ শত টাকার খাবার খাওয়ান।খাবারের পরিমান ও টাকার পরিমানে এ গরু পালনে অনেক খরচ।সব মিলিয়ে গরু পালনে তাঁর যে খরচ হয়েছে তা কখনও ওঠানো সম্ভাব না।তিনি জানিয়েছেন,সংসারের চাহিদা মিটিয়ে গরুটি পালন করতে ঋণ হতে হয়েছে। নেশা ও শখের বসে এ বিশাল গরু পালন করতে তাঁর পরিবার অর্ধাহারে অনাহারে দিন পার করেছেন।গরুটি প্রতিদিন দেখতে শত শত লোক আসে।সেটা তাঁর খুব ভাল লাগতো।বর্তমানে গরুটি অনেক বড়।যা কুরবানির জন্য প্রস্তুুত। আব্দুল আলিম জানান,সমাজের বিত্তবান ও সমাজপতিরা এ গরুটি যদি ন্যায্য মুল্যে ক্রয় করে কুরাবানি করেন তবে তিনি আত্নতৃপ্তি পাবেন বলে জানান।