কুড়িগ্রাম প্রতিনিধিঃ সৌহার্দ্য-৩ ডি আর আর কর্মসূচি এফ পি পি স্বেচ্ছাসেবকদের মৌলিক প্রশিক্ষণ এবং সিভি সি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর স্কুল এন্ড কলেজ কক্ষে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ইউএস এআই ডি এর অর্থায়নে ৩দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে জেন্ডার ন্যায়তা ও সমতা, দুর্যোগ ঝুঁকি বিপদাপন্নতা, বর্তমান বন্যার পূর্বাভাস, আপদ মানচিত্র, বিপদাপন্নতার ছক, অভিযোজন পথ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, ইউপি সদস্য আব্দুস সামাদ, জাহাঙ্গীর, ওসমান, ফেরদৌসী, আফজাল হোসেন (পিও) , জহিরুল ইসলাম, (এস এন্ড এস কেয়ার বাংলাদেশ) আনিসুর রহমান ( পিও), সন্ধিতানন্দী( এফ এফ ) সহ ডি আর আর টিম ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ ১৮ জুন থেকে শুরু এবং ২০ জুন সমাপ্ত হবে বলে জানা গেছে।