এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে আজ ১৯ জুন সোমবার সকাল ১০ টায় স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক দুদু,নরুল ইসলাম,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,শহিদুল ইসলাম,মিজানুর রহমান মিলন মন্ডল, রবিউল ইসলাম,আমিরুল ইসলাম কবিরসহ অন্যান্যরা।
বক্তারা ,সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্ত মুলক শাস্তি ও সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান।