নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় কোরবানির পশুর নিরাপদ প্রস্তুতি, বিপণন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইসলামিক
ফাউন্ডেশন প্রতিনিধি রুহুল আমিন নুরী, কাটাখালী থানা এএসআই জয়নাল আবেদীন, নওহাটা পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর
রেশভানু বেগম।
আরো উপস্থিত ছিলেন খামারী শরিফুল ইসলাম, দামকুড়া ইউপি সদস্য মোখলেছুর রহমান, সহ গরুর হাট বাজার কমিটির প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।