এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা বৃহস্পতিবার (২৯ জুন)। ঈদ উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা যাত্রীদের মহাসড়কে ভোগান্তি লাঘবে নিদ্রাহীন দায়িত্ব পালন করছেন প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর কর্তারা। এ থেকে বাদ যায়নি উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক। জেলার সাদুল্যাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ অংশের ৩৫টি স্পটে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে।
মঙ্গলবার (২৭ জুন) গভীর রাত পর্যন্ত গোবিন্দগঞ্জ চারমাথায় দায়িত্ব পালন করতে দেখা গেছে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, জেলা ট্রাফিক পুলিশের টিআই আমিনুল ইসলাম প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক সংলগ্ন বিভিন্ন বাজার, শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে একাধিক পুলিশ ও আনসার সদস্যদের চৌকস সদস্যরা ২৪ ঘণ্টা জানজট নিরসনে কাজ করছে। আর এসব কাজ পালাক্রমে পরিদর্শণ করছেন উপজেলা প্রশাসন, জেলা ও হাইওয়ে পুলিশের সুযোগ্য কর্মকর্তারা। ফলে গত শুক্রবার (২৩ জুন) থেকে কোথাও কোনো জানজটে ভোগান্তির সংবাদ পাওয়া যায়নি। অনেকটাই স্বস্তিতে গন্তব্যে পৌঁচাচ্ছে নারীর টানে বাড়ি ফেরা বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
মৃত্তিকার গন্ধে, নারীর টানে, ঈদযাত্রা শুভ হোক- তবেই সার্থক নিদ্রাহীন প্রশাসন।