বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর পূর্ব বাজার থেকে রাজবাড়ি খেলার মাঠ হয়ে জৈন্তাপুর মডেল থানার উত্তর অংশ মাস্তিংহাটি হয়ে সিলেট তামাবিল জাফলং মহা-সড়ক পর্যন্ত বিকল্প বাই-পাস রাস্তা নিমার্ণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী’র সার্বিক সহযোগিতা ও স্থানীয় প্রতিবেশি বাসিন্দাগণের আন্তরিক সহযোগিতায় এই রাস্তার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
১ জুলাই শনিবার সকাল ১১টায় রাস্তার চলমান নিমার্ণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মহিবুর রহমান মেম ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস শুক্রুর রাস্তা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা বিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: জালাল উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আওয়ামী লীগ-কে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রধানমন্ত্র শেখ হাসিনা’র হাত-কে আরও শক্তিশালী করতে হবে। তিনি তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগ-কে সু-সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।