স্বপন কুমার রায়,খুলনাঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের (দাকোপ বটিয়াঘাটা, ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার।
গত একযুগেরও বেশি সময় ধরে এই জনপদের দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে জায়গা করে নিয়েছেন
খুলনা সংরক্ষিত ৩৩০ আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের একাধিক সুত্র থেকে জানা যায় খুলনা -১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবথেকে জনপ্রিয় অবস্হানে রয়েছেন এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার।
খুলনা -১ আসনের বিভিন্ন ইউনিয়ন ঘুরে ও স্হানীয়দের সাথে কথাবলে জানাযায় খুলনা -১ আসনের গ্লোরিয়া ঝর্ণা সরকারের নেতৃত্বে প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের আস্হা, বিশ্বাস,ভালোবাসা অর্জন করতে পেরেছেন
এক যুগের ও বেশি সময় ধরে।জনতার ভোটের ব্যাংকে সমীক্ষা গ্লোরিয়া ঝর্ণা এর ডায়নামিক লিডার শীপকে নিয়ে গেছে বিকল্পহীন উচ্চতায়।
জনগনের কাছেও তার গ্রহন যোগ্যতার প্রশ্নে তিনি
অপ্রতিদ্বন্দ্বী। তিনি সর্বক্ষণিক মিশে আছে এই জণপদের গণ মানুষের সাথে।প্রধানমন্ত্রী জননেন্ত্রী
শেখ হাসিনার পক্ষে তিনি কাজ করে যাচ্ছেন জনকল্যাণমূখী।
প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে করে যাচ্ছে গণসংযোগ।
সাধারণ মানুষের কাছে তিনি তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মযজ্ঞের কথা।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে
দেশব্যাপী আওয়ামীলীগের জনপ্রিয় গ্রহণযোগ্য প্রার্থীর সন্ধানে জরিপ চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি মন্ডলীরা।এ ব্যাপারে স্হানীয় জনমতের উপরেও সমীক্ষা চলছে।ভোট বিশেষজ্ঞদের মতে খুলনা -১ আসনের ভোট চিত্রে যে সমীকরণ চলছে সেটা হচ্ছে সুষ্ঠভাবে আওয়ামীলীগ ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এর সমর্থনে
মেরুকরণ।জনধারনাএটি নিশ্চিত যে আওয়ামী-
লীগের মনোনয়নে মনোনয়নে এ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার একমাত্র তৃণমুলের সমর্থিত প্রার্থী।জনপ্রত্যাশী প্রার্থীও তিনি।
পপুলার ভোচের পুর্বাষ তাকে টপ ফেবারিট প্রার্থীর ইমেজে রাখছেন স্হানীয় জনগণ।জাতীয় দৈনিক আলোজিত কন্ঠের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন আমি দীর্ঘ সময় ধরে হননেত্রী শেখ হাসিনার
নির্দেশে সংরক্ষিত আসনে সাধারণ মানুষের পাশে
থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন
চাইবো।দল যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন তবেই আমাকে দল থেকে মনোনীত করবেন।
আগমী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চাইবো। দল যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন তবেই আমাকে দল থেকে মনোনীত করবেন। দল আমাকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দিলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য প্রতিযোগিতামুলক নির্বাচন হলে আমি সাধারণ জনগণের ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার স্মট বাংলাদেশ গঠনে সহয়তা করতে পারবো বলেন আমি দৃঢ় বিশ্বাস রাখি।