মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম শনিবার ( ৮ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে। এর ফলে প্রায় তিনশ’র মতো পণ্যবাহি ট্রাক ওপারে আটকে রয়েছে। আগামীকাল রোববার থেকে আবারো ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে। তবে, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ আলম খাঁন জানান, ভারতের পশ্চিমবঙ্গ ব্যাপী আজ পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হচ্ছে। একারণে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আমাদের পাশেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তবে, আগামীকাল থেকে আবার যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে জানান তিনি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।