মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা সেচ্ছাসেবকলীগ পক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জুলাই বিকেলে ঈদগাঁও বাজারের মাতবর মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক নুরুল কবির খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
এতে বক্তব্য কালে যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন,মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করে। কারা অভ্যন্তরে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথা নত করেননি। তিনি কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না, রাজনীতি করেন জনগণের জন্যে। তাঁর সাহস ও মেধাবী নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নির্মিত হচ্ছে রেললাইন, কক্সবাজার বায়ূ বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী কৈলা বিদ্যুৎ কেন্দ্র,কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর,মেডিকেল কলেজসহ অসংখ্য উন্নয়ন। তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে ষড়যন্ত্র, অপপ্রচার, জঙ্গিবাদ, খুনীদের দল। জনবিচ্ছিন্ন এই দল অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। কিন্তু সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের কাংখিত গন্তব্যে পৌঁছে যাবে। এসময় বক্তব্য রাখেন
ফরিদুল আলম,মুসলিম উদ্দিন,নুরুল আজিম ও আরাফাত সিকদার।
সভায় উপস্থিত ছিলেন এডভোকেট মোশারফ হোসেন, গোরা মিয়া, রাশেদুল ইসলাম ,রাহামত উল্লাহ, জুনায়েদ হোসেন জিকু, তৈয়ব তাহের ও আবছার। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন সাজেদ।