মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ গ্রামীণ ব্যাংক চরফ্যাশন এরিয়াধীন আমিনাবাদ চরফ্যাশন শাখায় কেন্দ্র প্রধান বৈঠক ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ-এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান’র বিশেষ উদ্যোগে এ বছর গ্রামীণ ব্যাংক সারা দেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে লক্ষ্য মাত্রার সফল বাস্তবায়নে
(২০জুলাই) বৃহস্পতিবার সকালে ভোলা যোনের যোনাল ম্যানেজার এস,জি,এম ফারুক এর বিশেষ পরামর্শে গ্রামীণ ব্যাংক চরফ্যাশন এরিয়ার আমিনাবাদ চরফ্যাশন শাখায় উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে।
চরফ্যাশন এরিয়ার প্রোগ্রাম অফিসার কিংকর চন্দ্র দেবনাথ প্রধান অতিথির বক্তব্য বলেন, ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে আর চরফ্যাশন এরিয়ায় ৬ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। আর আপনারা আরো বেশি বেশি করে গাছ লাগাবেন। এবং গাছ লাগানোর জন্য উৎসাহ ও উদ্দীপনা দেন সদস্যদেরকে।
অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনাবাদ চরফ্যাশন শাখার ম্যানেজার মোঃ ফারুকুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মোঃ হারুন -অর- রশিদসহ অফিসার বৃন্দ।