স্বপন কুমার রায়,খুলনাঃ ২১ জুলাই শুক্রবার বিকাল ৪ টারদিকে বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ মাঠে বাজুয়া ইউনিয়নে শেখ রাসেল আন্ত ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ঠ ক্রিড়া সংগঠক মানস কুমার রায়। এ সময় তিনি বলেন,শারিরীক সুস্হতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসিম। খেলাধুলা এক দিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্হতা বজায় রাখতে সহায়তা করে।ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়।
চেয়ারম্যান মানস রায় আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ওই টুর্নামেন্ট গ্রাম-গঞ্জের সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। , খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে তিনি বলেন আমাদের একমাত্র উদ্যেশ্য জনপদে যেন একদিন ভালো খেলোয়ার্ড গড়ে উঠবে।,সেমিফাইনাল খেলাটি আজ ২১ জুলাই বিকাল ৪ টারদিক বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ মাঠ প্রঙ্গনে হাজার ক্রিড়ামুদি দর্শকের উপস্হিতিতে অনুষ্ঠিত হয়।খেলাটিতে প্রথম পর্যায়ে প্রতিদ্বদন্দিতা লক্ষ করা গেলেও ৫ নং ওয়ার্ড ৬-১ গোলে ৭ ওয়ার্ডকে পরাজিত করে জয় লাভ করে।
খেলাটিতে ৮ টি ফুটবল দল প্রতিযোগিতা কর।এই সময় উপস্হিত ছিলেন যুবলীগ নেতা রবার্ট হালদার, তুষার রায়,ইউপি সদস্য উৎপল দাস, বিশ্বজিত সরকার,জয়দেব রায়,মিজানুর মির্জা,কনিকা পোদ্দার, সনাতন দাস,সহ আরো অনেকে।খেলাটি হাজারো ক্রিড়ামুদি দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়।