মোঃ মজিবর রহমান শেখঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে এটা প্রতিষ্ঠিত হলে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষক আসবেন। হাজারও শিক্ষার্থী পড়াশোনা করবে। শিক্ষকেরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে সারাদিন শিক্ষা কার্যক্রম শেষে আবার চলে যাবে। তাই তাদের বিমানে যাতায়াত করতে হবে। এ কারনে আমাদের বিমানবন্দরও লাগবে। যাতে আমাদের এ অঞ্চলের মানুষ লাভবান হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ লাভবান হবে। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে অনেক টাকা ব্যয় করেন। সে ব্যয় অনেকাংশে কমে যাবে। তিনি গত ২৩ জুলাই রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা তিনি বলেন, ঠাকুরগাঁও জেলায় কোন কিছুর অভাব নাই। আপনারা আপনাদের ছেলে মেয়েদের সব সময় নজর রাখবেন। আপনারা যেভাবে চান সেভাবে তাদের গড়ে তুলতে হবে। উপনারা উদাসীন হলে হলে না। এদেশটাকে উন্নত করতে হলে শুধু মাদ্রাসা শিক্ষা নয় সকল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। যদি পড়াশোনা করা যায়, হাতি ঘোড়ায় চড়া যায়। দেশে আশাতীত উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলায় সকল উন্নয়নমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ইতিমধ্যে প্রায় সকল কাজই শেষ করেছি। আর ২/১ টা আছে হয়ে যাবে। দয়া করে সকল ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চল। সফলতা আসবেই। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী ইকবাল প্রমুখ। ৪ তলা একাডেমিক ভবনটিতে ব্যয় হয় ২ কোটি ৯৩ লাখ টাকা। বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।