রাকিব হোসেন,ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় ঘোষিত হয় ফলাফল। নির্বাচনে চরকা প্রতীক এবং চেয়ার প্রতীক নিয়ে দুটি প্যানেল অংশ নেয়। এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন জাহাঙ্গীর হোসেন।
মোট ৮৮ জন ভোটার ৯টি পদের প্রার্থীদের ভোট প্রদান করেন। চরকা প্রতীক নিয়ে সভাপতি পদে ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শরীফুর রহমান। কাবেরী মজুমদার চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চেয়ার প্রতীকের মো. বিল্লাল হোসেন (৩৬ ভোট)। সহ–সভাপতি মো. শফিকুল ইসলাম (৪১ ভোট), যুগ্ম–সম্পাদক আবদুল বারেক মিয়া (৪৬ ভোট), সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী তালুকদার (৪৩ ভোট), অর্থ–সম্পাদক মোহাম্মদ সাহাদাত হোসেন (৪৪ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক মোছা. ফেরদৌসী খাতুন (৪৭ ভোট), সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আতাউর রহমান (৩৬ ভোট) এবং কার্যনির্বাহী সদস্য তিনজন– মোহাম্মদ খালেদ হোসেন (৪৬ ভোট), মো. মনিরুজ্জামান (৪৫ ভোট), মোহাম্মদ আলাউদ্দিন (৪৩ ভোট)।