মোঃবিপ্লব খানঃ এবার ২৪তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস বসছে উত্তর আমেরিকার দেশ কানাডায়। আগামী ১৭ সেপ্টেম্বর দেশটির ক্যালগিরি শহরে শুরু হবে ৫ দিনের এ সম্মেলন। ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) ও ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল-কানাডার আয়োজনে বৈশ্বিক কংগ্রেসটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
ইতিমধ্যে ঘোষণা হয়েছে ২৪তম বিশ্ব পেট্রোলিয়াম কংগ্রেসের শিরোনাম। এবারের প্রতিপাদ্য ‘এনার্জি ট্রান্সফরমেশন : দ্যা পাথ টু নেট জিরো’।
আয়োজক সূত্র বলছে-ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের ২৪তম সংস্করণ আগামী পঁচিশ বছরে ঐতিহ্যবাহী শক্তি সেক্টর এবং আরো কার্বন নিরপেক্ষ শিল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসাবে প্রমাণিত হবে।
একটি নেট শূন্য ভবিষ্যতের বাস্তবসম্মত, কার্যকরী পথ সংজ্ঞায়িত করতে ক্যালগিরিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ডব্লিউপিসি-কানাডা, বিশ্ব পেট্রোলিয়াম কাউন্সিলের সদস্য হিসাবে ৭০ বছর উদযাপন করছে।
১৯৫০ সালে ডব্লিউপিসি সংস্থায় যোগদান করে, কানাডা একটি অত্যন্ত সক্রিয় সদস্য এবং দেশে এবং বিদেশে উভয় পেট্রোলিয়াম শিল্পের প্রচার করছে। মূলত, কানাডিয়ান ন্যাশনাল কমিটি অফ দ্য ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি), একটি অরাজনৈতিক ও বেসরকারি সংস্থা, যা জাতিসংঘ দ্বারা স্বীকৃত।
২৪তম কংগ্রেসে বর্ণিল আয়োজন : গ্লোবাল এনার্জি ট্রানজিশন নিয়ে আলোচনা করার জন্য ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে কানাডার ক্যালগিরি সিটি। আয়োজক সূত্র জানিয়েছে-এবারের কংগ্রেসে ৫দিনে টানা ইভেন্ট রয়েছে। যার মধ্যে অন্যতম হলো-প্রযুক্তিগত প্রোগ্রাম, পূর্ণাঙ্গ ও কৌশলগত অধিবেশন, টেকনিক্যাল ট্যুর, পেট্রোলিয়াশ শিল্পে নারীর অংশগ্রহণ, তরুণ ও যুবকদের নিয়ে কর্মসূচি। এর পাশাপাশি বেশকিছু বিশেষ অনুষ্ঠান রয়েছে যা পরিচিতি পাচ্ছে সাইড ইভেন্ট নামে।
১৯ সেপ্টেম্বর থাকছে বর্ণিল আয়োজনের কানাডা নাইট। যেখানে সাংস্কৃতিক আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনায় মাতবেন অতিথিরা। আর শেষদিন শেষ অধিবেশনে পেট্রোলিয়াম খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করবে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল।
এক বিবৃতিতে ২৪তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের আয়োজক ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল ও ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল-কানাডা বলছে-বিশ্বের জনসংখ্যা এখনো বাড়ছে, এবং কোটি কোটি মানুষকে শক্তির দারিদ্র্য থেকে বের করে আনতে হবে। সেজন্য আজকের চেয়ে ভবিষ্যতে আরো বেশি শক্তির প্রয়োজন।
পাঁচ দিনব্যাপী বৈশ্বিক এ আয়োজনে বিভিন্ন দেশের কয়েক হাজার ভিজিটর, ডেলিগেট, ট্রেড ভিজিটর ও শিক্ষার্থী ভিজিটরদের অংশগ্রহণ আশা করছেন আয়োজকরা। তবে ২৪তম ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিতে চাইলে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। এরই মধ্যে প্রথম পর্বের (আর্লি বার্ড) নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে গত ৩১ মার্চ। দ্বিতীয় পর্বের নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ জুলাই পর্যন্ত। এছাড়া তৃতীয় ও শেষ পর্বের নিবন্ধন কার্যক্রম চলবে ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।