মাসুম বিল্লাহ,জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়া শেরপুরে তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা থেকে মক্তব বিভাগের ছাত্র কাউছার আহমেদ (৮) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২ আগষ্ট) সকাল সোয়া ৭টার দিকে শেরুয়া বটতলা এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউছার আহমেদ মির্জাপুর ইউনিয়নের আয়রা বেলতা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
মাদরাসার শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, ফজর নামাজ শেষে সকল ছাত্রদের নিয়ে আমরা পড়াতে শুরু করি। সকাল ৬ টা ৪০ থেকে ৭ টা পর্যন্ত সকালের নাস্তার বিরতি দেওয়া হয়। সাতটা পাঁচ মিনিটে আবার শুরু হলে হেফজ বিভাগের ফজলুল করিম সিয়াম (১৫) প্রকৃতির ডাকে সারা দিতে বাথরুমে গেলে কাউছার আহমেদে নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে এমন দেখতে পেয়ে হুজুরদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকেন মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার মুহতামিম মামুন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।