ইয়াসির আরাফাত মিলনঃ গতকাল ৬ই আগষ্ট বিকাল ৫•৩০ মিনিটে মিলসগেট(পশ্চিম) সাবজোনের ৩০ নং ইউনিট কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ইং আখরোপন/মাড়াই মৌসুমে আখরোপন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষি উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আখচাষি সভা বিশিষ্ট আখচাষি জনাব আলফাজ হোসেনের সভাপতিত্বে জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি.এর সুযোগ্য ও দক্ষ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন,এফসিএমএ মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) জনাব মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া ও ব্যবস্থাপক( সম্প্র.)জনাব মো.মাহবুবুর রহমান । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন প্রধান জনাব মো.মোজতাহিদুল ইসলাম, সিডিএ নেতা জনাব সাহেব আলী শিকদার, সংশ্লিষ্ট সিডিএ জনাব এস এম জাহাঙ্গীর প্রমূখ। সভায় উপস্থিত আখচাষিবৃন্দ আখের মূল্য বৃদ্ধির কারনে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন আখরোপন মৌসুমে আখচাষ বাড়ানোর আশ্বাস দেন।