রাজবাড়ী প্রতিনিধি,সাইফুল ইসলামঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে মো. আবু তালেব আলী দেওয়ান (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি বাড়ই গাড়া বিলে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব দেওয়ান উপজেলার নবাবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড গোয়ালপাড়া দক্ষিণবাড়ি গ্রামের মৃত মো. ভাদোয়ালি দেওয়ানের ছেলে।
নিহিতের আপন ভাই মো. সাইদুল দেওয়ান বলেন, আমার বড় ভাই দিন মজুর হিসেবে প্রতিবেশী বিল্লাল শেখের পাট ধুচ্ছিল বাড়ই বিলে। বেলা ৩ টার পর থেকে ঘন বৃষ্টির সাথে বজ্রপাত হতে থাকলে অন্যরা বাড়ি ফিরে যায়।তবে আমার ভাই পানির মধ্যে পাট ধোয়া বন্ধ না করে একাই থেকে যায়। সাড়ে ৩ টার পরে ভাইয়ে মামাতো শালা বিল্লাল শেখ বজ্রপাতের বিকট শব্দ শুনে এগিয়ে এলে ভাইকে পানির উপর ভাসতে দেখে চিৎকার করে সবাইকে ডাকাডাকি করে। আমরা ঘটনাস্থলে থেকে ভাইকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক বজ্রপাতে মৃত্যুর বিষয় নিশ্চিত করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই পল্লব জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহের সুরতহাল করে হস্তান্তর করা হয়েছে।