মাসুম বিল্লাহ,জেলা প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার দুস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং দুঃস্হ্যদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী,সহকারী কমিশনার (ভূমি)এস.এম রেজাউল করিম, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ আজমগীর হোসেন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো: রায়হান পিএএ, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ,ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মির্জাপুর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ জাহিদুল ইসলাম, সীমাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গৌর রায় দাস, খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন, কুসম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজদ, গাড়ীদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাও: মো: তবিবুর রহমানসহ ,বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক ও ইউনিয়নের সচিব প্রমুখ। এ সময় দুস্থদের মাঝে ৫০ টি সেলাই মেশিন, ৫০ টি হুইল চেয়ার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।