শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে ফুলছড়ি নদীতে উদ্বোধন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বাহারি নামের অন্তত ২৪টি নৌকা। সিরাজগঞ্জ পাবনাসহ আশপাশের জেলা থেকে আসা ছিপ, কোষা ও পানসি নৌকার বাইচ আর বাইছালদের দেশ্বাত্ববোধক গানে মুখরিত হয়ে ওঠে ফুলছড়ি নদীর সড়াতৈল অংশ। নৌকা প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ বা পছন্দের নৌকার বিজয়ে অংশীদার হতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সি নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ড. মযহারুল ইসলাম স্মৃতি স্মরণে সড়াতৈল গ্রাম কর্তৃক আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতা নবীর হোসেনের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসিবুল হক হাসান, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, আয়োজক কমিটির সহসভাপতি আব্দুল কাদের মিঠু প্রমুখ।
নৌকায় থাকা দর্শকের করতালি, বাইছালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে নদীপাড়ে উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সি হাজারো নারী-পুরুষ। আয়োজক কমিটি জানান, আগামী শুক্রবার (২৫ আগস্ট) ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।