সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ‘গ্লোবাল সাউথ’ চ্যাম্পিয়ন হওয়ার অঙ্গীকার করা নতুন ৬টি দেশকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকস।বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক যৌথ সংবাদ সম্মেলনে দেশগুলোকে আমন্ত্রণ জানানোর কথা তুলে ধরেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। খবর হিন্দুস্তান টাইমসের।
রামাফোসা জানান, জোট সম্প্রসারণের প্রথম ধাপের অংশ হিসেবে ব্রিকসে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন সদস্যপদ কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
এই সম্প্রসারণ প্রক্রিয়ার প্রথম ধাপে আমাদের ঐকমত্য রয়েছে এবং ধারাবাহিকভাবে পরবর্তী ধাপে যাওয়া হবে,’ বলেন তিনি।
ব্রিকসে সৌদি আরবসহ নতুন ছয় দেশের যোগদান দেশগুলোকে তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টাকে শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।