মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হকের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১টার সময় তার বাসভবন এলাকায় তার পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং সেই সাথে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় তার ছেলে সাবেক ছাত্রনেতা ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, হুমায়ন কবির লিখন, গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না, তরিকুল ইসলাম উজ্জ্বল সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।