ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এশিয়া কাপের ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ তরতর করে বাড়ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই।
নিজেদের প্রথম ম্যাচে নবাগত নেপালের বিপক্ষে বিশাল জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সুপার ফোর। অন্যদিকে আসরে প্রথমবারের মত খেলতে নামছে ভারত। রোহিতদের বিপক্ষে হারলেই ওডিআই র্যাংকিংয়ে শীর্ষস্থান হারাবে বাবর আজমরা।
গেল সপ্তাহে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে পাকিস্তান। ১১৯ রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। ১১৮ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা ভারতের আছে ১১৩ রেটিং। আজ ভারতের কাছে হেরে গেলে শীর্ষস্থান হারাতে হবে পাকিস্তানকে। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে যাবে বাবর আজমের দল, শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া।