মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ গাছ লাগিয়ে যত্ন করি প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রবিবার ( ৩ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহরের গভমেন্ট গার্লস স্কুলের সামনে হতে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা – তুজ জোহরা,যশোর অঞ্চলের সহকারি বন রক্ষক অমিতা মন্ডল, সময় টিভির সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান। এবারের মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে।